Loading...

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নএখানে জানা যাবে সবচেয়ে বেশী যে প্রশ্নগুলো জিজ্ঞাসিত হয় তার উত্তর। তাছাড়া জানতে পারবেন মেসবুক সম্মন্ধে, কিভাবে তা ব্যাবহার করতে হয়, কিভাবে নিরাপদে থাকতে হয় এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হয়। এছাড়াও যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

(1) কিভাবে মেস/বাসা খুজবো?

MessBook.xyz-এর মুলপাতায় উপরে থেকে “মেস ফাইন্ডার” বাটনে ক্লিক করুন। যে এলাকায় মেস/বাসা/রুম খুঁজতে চাচ্ছেন তা সিলেক্ট করে “Search” বাটনে ক্লিক করুন। এবং মনের মত মেস/বাসা/রুম খুজে নিন।  

সর্টকাটঃ “মেস ফাইন্ডার” >> “Search”

(2) আমি কিভাবে বিজ্ঞাপন দিবো?

১ম ধাপঃ প্রথমে লগইন করা আছে কি না লক্ষ করুন, লগইন থাকলে MessBook.xyz-এর মুলপাতার উপরে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।যদি লগইন না থাকে,লগইন করে নিন।   

২য় ধাপঃ উপরে কালো রং এর "ড্যাশবোর্ড সাইডবার মেনু দেখান" বাটনে করে (পিসির ক্ষেত্রে বাম পাশে) “নতুন বিজ্ঞাপন দিন” অপশনটি সিলেক্ট করুন। আপনি যে বাসা/মেসে/রুম এর বিজ্ঞাপন দিবেন সেটি কোন বিভাগে, কোন জেলায়, কোন এলকায় অবস্থিত তা সিলেক্ট করুন। যা দিলে মানুষ সহজেই আপনার বাসা/মেস/রুম খুজে পাবে এবং তা বাসার ঠিকানা বক্সে লিখুন এবং “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন। 

৩য় ধাপঃ আপনি ফ্লাট/বাসা, রুম না সিট এর জন্য বিজ্ঞাপন দিচ্ছেন তা “ধরন সিলেকশন” থেকে সিলেক্ট করুন। “মাস সিলেকশন” অপশনে কোন মাস থেকে ভাড়া দিচ্ছেন তা সিলেক্ট করুন। “বাসা/রুম/সিট ভাড়া(টাকায়)” অপশনে মাসিক কত টাকা ভাড়া দিবেন তা লিখুন, টাকা উল্লেখ না করতে চাইলে 0 দিন। “বিজ্ঞাপন শিরনাম” বক্সে আপনি কি ভাড়া দিতে চাচ্ছেন তা এককথায় লিখুন। “বিস্তারিত বর্ণনা” বক্সে আপানার মেস/বাসার সম্মন্ধে লিখুন। যেমনঃ ২ টা বেড রুম। ১ টা বাথ রুম। তারপর নিচে “সেভ করুন এবং পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।

৪র্থ ধাপঃ “ছবি যোগ করুন” বাটনে ক্লিক করে আপনার মেস/বাসা/রুমের ছবি দিয়ে “সেভ করুন” বাটনে ক্লিক করুন। 

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “নতুন বিজ্ঞাপন দিন” >> “পরবর্তী ধাপে যান” >> “সেভ করুন এবং পরবর্তী ধাপে যান” >> “ছবি যোগ করুণ” >> “সেভ করুন” 

(3) আমি আমার বিজ্ঞাপনটি কিভাবে বদলাতে/পরিবর্তন/এডিট/আপডেট করতে পারি?

১ম ধাপঃ প্রথমে লগইন করা আছে কি না লক্ষ করুন, লগইন থাকলে MessBook.xyz-এর মুলপাতার উপরে ডান সাইডে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।যদি লগইন না থাকে,লগইন করে নিন।   

২য় ধাপঃ উপরে কালো কালারের “ড্যাশবোর্ড সাইডবার মেনু দেখান” বাটনে ক্লিক করে (পিসির ক্ষেত্রে বাম পাশে) “আমার বিজ্ঞাপন” অপশন সিলেক্ট করুন। যে বিজ্ঞাপনটি পরিবর্তন করতে চাচ্ছেন তার উপরে “Edit” বাটনে ক্লিক করুন এবং পরিবর্তন করুন।

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “আমার বিজ্ঞাপন” >> “Edit”   

(4) আমি আমার বিজ্ঞাপনটি কিভাবে মুছে ফেলতে/ ডিলিট করতে পারি?

১ম ধাপঃ প্রথমে লগইন করা আছে কি না লক্ষ করুন, লগইন থাকলে MessBook.xyz-এর মুলপাতার উপরে ডান সাইডে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।যদি লগইন না থাকে,লগইন করে নিন।   

২য় ধাপঃ উপরে কালো কালারের “ড্যাশবোর্ড সাইডবার মেনু দেখান” বাটনে ক্লিক করে (পিসির ক্ষেত্রে বাম পাশে) “আমার বিজ্ঞাপন” অপশন সিলেক্ট করুন। যে বিজ্ঞাপনটি মুছে ফেলতে চাচ্ছেন তার উপরে “Delete” বাটনে ক্লিক করুন এবং OK  করুন।

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “আমার বিজ্ঞাপন” >> “Delete” >> OK   

(5) আমি কিভাবে মেসবুক এ একাউন্ট করতে পারি?

MessBook.xyz- এর মূলপাতার উপরে “সাইন আপ” বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে “ভেরিফিকেশন কোড পাঠান” বাটনে ক্লিক করুন।এবং আপনার সঠিক পরিচয় দিয়ে “রেজিস্ট্রেশন সম্পূর্ন করুন” বাটনে ক্লিক করুন।  

বি.দ্র. একটি ফোন নাম্বার/ইমেইল আইডি দিয়ে একটি মাত্র একাউন্ট করতে পারবেন। 

(6) আমি একটি বিজ্ঞাপন দিয়েছি কিন্তু খুজে পাচ্ছিনা। কি সমস্যা?

১ম ধাপঃ প্রথমে লগইন করা আছে কি না লক্ষ করুন, লগইন থাকলে MessBook.xyz-এর মুলপাতার উপরে ডান সাইডে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।যদি লগইন না থাকে,লগইন করে নিন।   

২য় ধাপঃ উপরে কালো কালারের “ড্যাশবোর্ড সাইডবার মেনু দেখান” বাটনে ক্লিক করে (পিসির ক্ষেত্রে বাম পাশে) “আমার বিজ্ঞাপন” অপশন সিলেক্ট করে আপনার বিজ্ঞাপন গুলোর বর্তমান অবস্থা দেখতে পারবেন।

সকল বিজ্ঞাপনই পর্যালোচনা করা হয় যাতে কেউ প্রতারিত না হয়। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “আমার বিজ্ঞাপন”

(7) কিভাবে আমি আমার একাউন্ট লগইন লগইন করবো?

আপনার যদি আগে থেকে মেসবুকে একাউন্ট থাকে তাহলে MessBook.xyz-এর মূলপাতার উপরে ডানে “লগ ইন” বাটনে ক্লিক করুন।  একাউন্ট না থাকলে নতুন একাউন্ট তৈরি করুন। 

(8) কিভাবে আমি আমার একাউন্ট লগআউট করবো?

১ম ধাপঃ MessBook.xyz- এর মূলপাতার উপরে ডানে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।

২য় ধাপঃ বাম সাইড থেকে “লগ আউট” অপশনে ক্লিক করুন।

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “লগ আউট” 

(9) কিভাবে আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি?

১ম ধাপঃ প্রথমে লগইন করা আছে কি না লক্ষ করুন, লগইন থাকলে MessBook.xyz-এর মুলপাতার উপরে ডান সাইডে “আমার একাউন্ট” বাটনে ক্লিক করুন।যদি লগইন না থাকে,লগইন করে নিন।   

২য় ধাপঃ উপরে কালো কালারের “ড্যাশবোর্ড সাইডবার মেনু দেখান” বাটনে ক্লিক করে (পিসির ক্ষেত্রে বাম পাশে) “পাসওয়ার্ড পরিবর্তন” অপশন সিলেক্ট করে “বর্তমান পাসওয়ার্ড” বক্সে যে পাসওয়ার্ডটি এখন আছে সেটি দিন, “নতুন পাসওয়ার্ড” বক্সে নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন তা লিখুন, পুনরায় নতুন পাসওয়ার্ড বক্সে নতুন পাসওয়ার্ডটি আবার লিখুন এবং নিচে “পাসওয়ার্ড পরিবর্তন করুন”  বাটনে ক্লিক করুন।   

সর্টকাটঃ “আমার একাউন্ট” >> “পাসওয়ার্ড পরিবর্তন” >> পাসওয়ার্ড পরিবর্তন করুন”